১৮-১৯ জুন ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘হালকা প্রকৌশল শিল্পের প্রযুক্তি আধুনিকায়ন’ ডেমনস্ট্রেশন কর্মসূচি আয়োজন।
এসএমই ক্লাস্টারসমূহের আধুনিকায়নে সময়োপযোগী বিভিন্ন কলাকৌশল, ব্যবস্থাপনা পদ্ধতি ও প্রযুক্তি গ্রহণ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১৮-১৯ জুন ২০২২ যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘হালকা প্রকৌশল শিল্পের প্রযুক্তি আধুনিকায়ন’ ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. এ. এস. এম. মোজাহিদুল হক, চেয়ারম্যান, আইপিই বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 3D Scanning, 3D Printing প্রভৃতির মাধ্যমে পণ্যের রিভার্স ইঞ্জিনিয়ারিং, প্রোটোটাইপিং, কোয়ালিটি কন্ট্রোল এবং আধুনিক সিএনসি মিলিং ও টার্নিংসহ অন্যান্য আধুনিক মেশিনিং প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা ও ডেমনস্ট্রেশন প্রদান করা হয়।