২৬ অক্টোবর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পরিদর্শন, উদ্যোক্তাদের সাথে মতবিনিময়, ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময় ও ঋণ ম্যাচমেকিং কর্মসূচি আয়োজন।
সম্ভাবনাময় এই শিল্পের উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন রিভলভিং ফান্ড থেকে ঋণ বিতরণ, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ঋণ স্কিমসমূহ সম্পর্কে অবহিতকরণ, এবং সহজ শর্তে ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে নিয়োজিত আছেন অনেক উদ্যোক্তা। এই শিল্প বাংলাদেশের সামগ্রিক উৎপাদন খাতের একটি গুরুত্বপূর্ণ উপ-খাত, যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিতে গুরুত্ব বহন করছে। এই ক্লাস্টারের গুরুত্ব অনুধাবন করে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জনাব নওশাদ মোস্তাফা, পরিচালক, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ, বাংলাদেশ ব্যাংক। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার। উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর শাখার সভাপতি জনাব আশরাফুল ইসলাম বাবু এবং আইপিডিসি ফাইন্যান্স-এর আঞ্চলিক প্রধান জনাব মো. আনোয়ার হোসেন। কর্মসূচিতে এ শিল্পের সাথে নিয়োজিত ৫০জন উদ্যোক্তা ও এসএমই ফাউন্ডেশনের অংশীদার আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় কর্মসূচির আগে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার এবং বাংলাদেশ ব্যাংক, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক জনাব নওশাদ মোস্তাফা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের কয়েকজন উদ্যোক্তার শিল্প প্রতিষ্ঠান ও কারখানা পরিদর্শন করেন এবং তাঁদের ব্যবসায়কে আরো আধুনিক ও শ্রমবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রসঙ্গতঃ, অত্র ক্লাস্টারের উদ্যোক্তাদের ফিন্যান্সিয়াল লিটারেসি বৃদ্ধিসহ ব্যাংক ঋণ গ্রহণ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স-এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ২৪ অক্টোবর ২০২৪ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে ক্লাস্টারের ২৫জন উদ্যোক্তা সফলভাবে কর্মশালা সম্পন্ন করেন। মতবিনিময় সভার শেষে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে অতিথিবৃন্দ সনদ বিতরণ করেন।