Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০২৩

১২ জুন ২০২৩ ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এসএমই ফাউন্ডেশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জ এর যৌথ উদ্যোগে "এসএমই উদ্যোক্তাদের ক্যাপিটাল মার্কেট হতে মূলধন সংগ্রহের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি" বিষয়ক কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-06-12

১২ জুন ২০২৩ ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এসএমই ফাউন্ডেশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জ এর যৌথ উদ্যোগে "এসএমই উদ্যোক্তাদের ক্যাপিটাল মার্কেট হতে মূলধন সংগ্রহের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি" বিষয়ক কর্মশালা আয়োজিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) জনাব সালাহ উদ্দিন মাহমুদ। কর্মশালায় উপস্থিত ছিলেনফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোঃ নাজিম হাসান সাত্তার, ডিএসই এর সিনিয়র মহাব্যবস্থাপক জনাব মোঃ ছামিউল ইসলামসহ ডিএসই ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর ২০২১ হতে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নতুন প্ল্যাটফর্ম হিসেবে SME প্ল্যাটফর্ম নামে একটি নতুন মার্কেটের যাত্রা শুরু হয়েছে। ছোট এবং মাঝারি আকারের কোম্পানিগুলো এ মার্কেট থেকে মূলধন সংগ্রহ করে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ করতে পারবে। পাশাপাশি, ডিএসই কর্তৃক নবস্থাপিত অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) এর মাধ্যমে এসএমই প্রতিষ্ঠানগুলো তাঁদের জন্য প্রাইভেট ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে । এসএমই খাতের যেসব প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী, তাঁদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ইনফরমেশন ডিসসেমিনেশন, রেডিনেস এবং এডভোকেসি করার লক্ষ্যে ফাউন্ডেশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাথে যৌথ কর্মসূচি বাস্তবায়ন করবে।