Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st সেপ্টেম্বর ২০২১

০১ সেপ্টেম্বর ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অনলাইনে ‘Product Standards and Conformity Assessment for Food Processing SMEs’ ওয়েবিনার আয়োজন।


প্রকাশন তারিখ : 2021-09-01

০১ সেপ্টেম্বর ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অনলাইনে ‘Product Standards and Conformity Assessment for Food Processing SMEs’ ওয়েবিনার আয়োজন।

 

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ০১ সেপ্টেম্বর ২০২১, বুধবার, সকাল ১০:৩০টায় ভার্চুয়াল প্লাটফর্ম (জুম) এ ‘Product Standards and Conformity Assessment for Food Processing SMEs’ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ নজরুল আনোয়ার, মহাপরিচালক, বিএসটিআই। সভাপতিত্ব করেন ড. মোঃ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন।
 
ওয়েবিনারে বিএসটিআই কর্তৃক প্রণীত খাদ্য ও কৃষিজাত পণ্যের জাতীয় মান, মান সনদ অর্জনের চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল, গুণগত মান পরীক্ষণ/বিশ্লেষণ, মানসম্পন্ন পণ্য উৎপাদন, দেশে শিল্পের বিকাশ এবং পণ্য মানকে বর্তমান মুক্তবাজার অর্থনীতির প্রতিযোগিতায় উপযোগীকরণ বিষয়ে আলোকপাত করা হয়।