২৮-৩১ জানুয়ারি ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইন্সটিটিউট অব এসএমই ফাউন্ডেশনে ‘ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণের উদ্দেশ্য, ট্যাক্স ও ভ্যাট বিষয়ে উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং তাদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটানো। প্রশিক্ষণের সময় উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক এবং বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর সভাপতি জনাব সামিম আহমেদ। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন উপ-কর কমিশনার জনাব মো. ওমর ফারুক খান ও জনাব রেজাউল করিম এবং রাজস্ব কর্মকর্তা জনাব মাজেদুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী।