Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২১

৩১ আগস্ট ২০২১ এসএমই ফাউন্ডেশন ও জার্মান সংস্থা Friedrich-Ebert-Stiftung (FES), Bangladesh যৌথভাবে ‘The Future of SMEs after the Corona Crisis: Challenges and Opportunities’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠান আয়োজন।


প্রকাশন তারিখ : 2021-08-31

৩১ আগস্ট ২০২১ এসএমই ফাউন্ডেশন ও জার্মান সংস্থা Friedrich-Ebert-Stiftung (FES), Bangladesh যৌথভাবে ‘The Future of SMEs after the Corona Crisis: Challenges and Opportunities’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠান আয়োজন।

এসএমই ফাউন্ডেশন ও জার্মান সংস্থা Friedrich-Ebert-Stiftung (FES), Bangladesh যৌথভাবে ‘The Future of SMEs after the Corona Crisis: Challenges and Opportunities’ শীর্ষক একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি ৩১ আগস্ট ২০২১, মঙ্গলবার, বিকাল ৩:০০ টায় ভার্চুয়াল প্লাটফর্ম (Zoom)-এ অনুষ্ঠিত হয়।  শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব জাকিয়া সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন  প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন।