Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪

১৮ ফেব্রুয়ারি ২০২৪ এসএমই খাতের উন্নয়নে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর বাজেট প্রস্তাবনা উপস্থাপন।


প্রকাশন তারিখ : 2024-02-18

১৮ ফেব্রুয়ারি ২০২৪ এসএমই খাতের উন্নয়নে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর বাজেট প্রস্তাবনা উপস্থাপন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান জনাব আবু হেনা মো: রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) জনাব সালাহউদ্দিন মাহমুদ ৩৪টি বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। এসময় ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি জনাব আব্দুলাহ আল মাহমুদ এফসিএ ও জনাব মোস্তফা ইকবাল এবং ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক জনাব মো. আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন কর্তৃক ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৫২৩টি প্রস্তাবনা এনবিআর ও সংশ্লিষ্ট সংস্থা বরাবর উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে ৭৯টি প্রস্তাবনা এনবিআর/সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক গৃহীত হয় এবং জাতীয় বাজেটে প্রতিফলিত হয়।