Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০২৪

১৮-২৩ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘Professional Development Program on Food Safety Management System (FSMS) - ISO 22000:2018’ প্রশিক্ষণ আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-12-24

১৮-২৩ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘Professional Development Program on Food Safety Management System (FSMS) - ISO 22000:2018’ প্রশিক্ষণ আয়োজন।

কৃষি ও খাদ্য প্রক্রিয়জাতকরণ শিল্পের সাথে সম্পৃক্ত উদ্যোক্তা এবং এই খাতের একাডেমিক ডিগ্রীধারীদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে ২০জন উদ্যোক্তা/প্রফেশনাল অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে ISO 22000 সনদপ্রাপ্ত ফারহান অ্যাগ্রো প্রসেসরস, নারায়ণগঞ্জ সরেজমিন পরিদর্শন করা হয়। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ জনাব মো. ইমরুল হাসান প্রধান প্রশিক্ষক ছিলেন। সহযোগী প্রশিক্ষক হিসেবে নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ জনাব মো. সাইফুল কামাল আজাদ, জনাব মো. আব্দুল বাশার এবং জনাব মো. মনোয়ার হোসেন দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী।