Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০২৪

০৯ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় চুয়াডাঙ্গায় এসএমই উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিসহ তাঁদের অর্থনৈতিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ‘Acceleration Program on Financial Literacy for Financial Inclusion of SMEs’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-12-10

০৯ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় চুয়াডাঙ্গায় এসএমই উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিসহ তাঁদের অর্থনৈতিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ‘Acceleration Program on Financial Literacy for Financial Inclusion of SMEs’ কর্মশালা আয়োজন।


কর্মশালায় ঋণ পাওয়ার যোগ্য তবে যথাযথ প্রস্তুতির অভাবে ঋণ না পাওয়া উদ্যোক্তাদের গ্রুমিং ও ব্যাংকের সাথে সংযোগ স্থাপন করানো হয়। ফাউন্ডেশনের অংশীদার আর্থিক প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের চুয়াডাঙ্গা সদর শাখার ব্যবস্থাপক এবং সরোজগঞ্জ শাখার কর্মকর্তা কর্মশালায় উদ্যোক্তাদের এসএমই অর্থায়ন ও ব্যাংক ঋণ গ্রহণের প্রক্রিয়া বিষয়ে ভিন্ন সেশনের মাধ্যমে অবহিত করেন এবং উদ্যোক্তাদের ঋণ আবেদন পূরণের নিয়মাবলী ও সহায়ক ডকুমেন্টস বিষয়ে পর্যবেক্ষণ প্রদান করেন। অন্য সেশনে উদ্যোক্তাদের আর্থিক পরিকল্পনা, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংক ঋণ পাওয়ার উপায়, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ক্রেডিট হোলসেলিং সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপক জনাব সাজু মিত্র বড়ুয়া এবং সহকারী ব্যবস্থাপক জনাব সালমান ইবনে মামুন। কর্মশালায় জনতা ইঞ্জিনিয়ারিং-এর স্বত্তাধিকারী জনাব অলি আহমেদ এবং চুয়াডাঙ্গা উদ্যোক্তা উন্নয়ন ফোরামের সভাপতি আব্দুল কাদির সোহান উপস্থিত ছিলেন।
০৮ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তাগণ মার্কেন্টাইল ব্যাংকের প্রতিনিধিগণের উপস্থিতিতে ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় রিভলভিং ফান্ড থেকে উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণ কর্মসূচিতে অন্তর্ভুক্তকরণে চুয়াডাঙ্গা জেলায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে নতুন সম্ভাবনাময় উদ্যোক্তা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।