০৮ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টার হতে ইনকিউবেটি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যবসায়িক উদ্যোগ ও ফ্যাক্টরি ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক জ্ঞানার্জনে পরিদর্শন’ কর্মসূচি বাস্তবায়ন।
যার উদ্দেশ্য হচ্ছে:
১. ফ্যাক্টরি সেট-আপ ও পরিচালনায় করণীয় উপস্থাপনা।
২. কাঁচামাল সংগ্রহ ও পণ্য তৈরির বিষয়ে জ্ঞানার্জন।
৩. উদ্যোক্তার সফলতা বিষয়ে আলোচনা।
৪. ইনকিউবেটি উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনায় জ্ঞানার্জন।
এই কর্মসূচির আওতায় ইনকিউবেটি উদ্যোক্তারা মানিকগঞ্জের সিঙ্গাইরে বেঙ্গল ব্রেইডেড রাগস পরিদর্শন করে ব্যবসা পরিচালনা বিষয়ে জ্ঞানার্জন করেন। এ সময় ইনকিউবেটিদের সাথে মতবিনিময় করে জনাব শাহেদুল ইসলাম হেলাল, ভাইস চেয়ারম্যান, বেঙ্গল ব্রেইডেড রাগস্ এবং পরিচালক, এসএমই ফাউন্ডেশন। এ কার্যক্রমে ইনকিউবেটিদের সাথে ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী ব্যবস্থাপক জনাব মো. নাজমুল ইসলাম অংশগ্রহণ করেন।