Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২৩

২১ ডিসেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহযোগিতায় ঢাকায় কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ ‘Augmented Reality (AR) and Virtual Reality (VR): Application in SMEs’ ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-12-27

২১ ডিসেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহযোগিতায় ঢাকায় কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ ‘Augmented Reality (AR) and Virtual Reality (VR): Application in SMEs’ ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন।


এসএমই ফাউন্ডেশনের প্রযুক্তি ‍উন্নয়ন উইং-এর উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহযোগিতায় কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি), ঢাকায় ‘Augmented Reality (AR) and Virtual Reality (VR): Application in SMEs’ ডেমনস্ট্রেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন।
কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, চামড়াজাত ও ফুটওয়্যার, প্লাস্টিক, পাটজাত, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, আইটি ও আইটিইএস, কারু ও হস্তশিল্প, প্রভৃতি শিল্প খাতের উদ্যোক্তা ও প্রতিনিধি, সেক্টর বিশেষজ্ঞ, গবেষক, ও অন্যান্য অংশীজনসহ ৭০জন কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় এটুআই প্রোগ্রামের পক্ষ হতে জাতীয় পর্যায়ে ৪র্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট কার্যক্রম ও সমন্বয়, ৪র্থ শিল্প বিপ্লব ও উদীয়মান প্রযুক্তি বাস্তবায়নে অংশীজনের ভূমিকার উপস্থাপন করা হয়। এছাড়া Augmented Reality (AR) and Virtual Reality (VR) প্রযুক্তি কী, এর সুফল ও প্রয়োগক্ষেত্র, সংশ্লিষ্ট সরঞ্জাম ও উপকরণ, কাস্টমাইজেশন, বাস্তবায়ন এবং দেশীয় সফল উদ্যোগ সম্পর্কে Crosscheck Solutions Ltd., Singularity Limited ও SoftBD Limited এর পক্ষ হতে ডেমনস্ট্রেশন প্রদান করা হয়।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon